মধ্যরাতে আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মধ্যরাতে আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

 

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল রবিবার রাত ১২টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে নতুন ইপিজেডের বিপরীত পাশে বাসটি থামিয়ে কয়েল কিনতে যান চালক ও সহকারী‌। ফিরে এসে দেখেন বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তৎক্ষণাৎ আগুন লাগার কারণ জানা যায়নি।

শীর্ষ সংবাদ সারাদেশ