গত ৯ মাসে ২৭টি নতুন রাজনৈতিক দল জন্ম নিয়েছে। আবির্ভাব হয়েছে কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্মের। ২০ এপ্রিল পর্যন্ত নতুন পুরোনো মিলে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে ৬৫টি দল। ৪৬টি দল নিবন্ধন আবেদনের জন্য সময় চেয়েছে।
২০২৪ সালের নির্বাচনের আগে হঠাৎ জন্ম হয় তিনটি কিংস পার্টির। তারা নির্বাচনেও অংশ নেয়। কিন্তু কোনো আসন না পেয়ে আবার হারিয়ে যায় রাজনৈতিক মাঠ থেকে। ২০১৩ সালে জন্ম হয় আরেক কিংস পার্টির। বর্তমানে তাদের কার্যক্রম নেই বললেই চলে। এ ছাড়া ‘ওয়ান-ইলেভেনের’ রাজনৈতিক পট পরিবর্তনের পরও জন্ম হয়েছিল চারটি কিংস পার্টির। পরে সেগুলোও হারিয়ে গেছে। রাজনৈতিক দলের নিবন্ধন আইন মানতে না পারায় নিবন্ধন বাতিলও হয়েছে কয়েকটি দলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে নতুন রাজনৈতিক দল গঠনের উর্বর সময় চলছে। আত্মপ্রকাশ করছে কিংস পার্টিও। আর এসব কিংস পার্টিতে ভিড়ছেন ডিগবাজ নেতারাও, যারা বিগত সময়ে অনেক দল বদল করে রাজনীতি থেকে হারিয়ে গেছেন। শেখ হাসিনার পতনের পর গত নয় মাসে অন্তত ২৭টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আরও দল আত্মপ্রকাশের অপেক্ষায়। যেসব দল নতুন আত্মপ্রকাশ করেছে এর মধ্যে রয়েছে- নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সমতা পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি), সার্বভৌমত্ব আন্দোলন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ মুক্তির ডাক ৭১, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় বিপ্লবী পরিষদ, দেশ জনতা পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জন-অধিকার পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার বাংলাদেশ পার্টি, জনতার দল, গণতান্ত্রিক নাগরিক শক্তি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ শান্তির পার্টি, আ-আম জনতা পার্টি (বিএজেপি), জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।বিস্তারিত