আসছে সংকটকালের সংক্ষিপ্ত বাজেট

আসছে সংকটকালের সংক্ষিপ্ত বাজেট

উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, ডলারের উচ্চমূল্য, বাজেট বাস্তবায়নের নেতিবাচকতা, রাজস্ব আদায়ে রেকর্ড পরিমাণ ঘাটতি আর চলমান নানা আন্দোলন সংগ্রামের মতো সংকটময় মুহূর্তে নতুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য একটি সংক্ষিপ্ত বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, এবারের বাজেট হবে বাস্তবভিত্তিক, স্বল্পভাষণের, ব্যয় সাশ্রয়ী ও বাস্তবায়নযোগ্য। কথার ফুলঝুরি কিংবা নানা রকম প্রকল্পের বর্ণনা থাকবে না। এ ছাড়া বাজেটের আকারও হবে ছোট। বাজেটে জোর দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে। ঘাটতির চাপ কমাতে কমানো হবে বাজেটের আকার। একই সঙ্গে এবার প্রবৃদ্ধিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না বরং মূল্যস্ফীতির চাপ কীভাবে বাগে আনা যায় সে পরিকল্পনাই থাকবে এবারের বাজেটে। তবে ব্যবসাবান্ধব, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা-স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হবে। অর্থবিভাগের একটি সূত্র জানায়, সংকট মোকাবিলায় সরকারের কৃচ্ছ্রসাধন কর্মসূচি চলমান থাকবে আসছে বছরেও। বাহুল্য কোনো খরচ করা হবে না। প্রয়োজনীয় খাতের বাইরে কোনো বরাদ্দ দেওয়া হবে না। বাজেট বক্তব্যের কলেবরও হবে সংক্ষিপ্ত। সেখানেও অপ্রয়োজনীয় কোনো বক্তব্য থাকবে না। এমন কি অতীতের মতো এবার বাজেট বক্তব্যের ভিতরে রাজনৈতকি কোনো উচ্চাকাক্সক্ষা বা অভিলাসের কোনো বর্ণনা থাকবে না। রাজস্ব ঘাটতির বাস্তবতায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হচ্ছে খুবই সহজ ও সংক্ষিপ্ত। সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, রাজস্ব শৃঙ্খলা ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে জোর দেওয়া হবে। ঘাটতির চাপ কমিয়ে কমানো হবে ব্যয়ের মাত্রাও।বিস্তারিত

অর্থ বাণিজ্য জাতীয় শীর্ষ সংবাদ