অনলাইন ডেস্ক।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার দ্বিতীয় দিনের মতো এ বিক্ষোভ করছেন তারা।
শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দিয়েছেন। ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা।
‘অবৈধ কালো আইন মানব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গত বৃহস্পতিবার সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয়া হয়। এর পর থেকে আইন বাতিলের দাবি বিক্ষোভ করছেন তারা