ফের আতঙ্ক ছড়াচ্ছে কভিড ♦ নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সইসি’ ♦ বাড়ছে আক্রান্তের সংখ্যা ♦ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

ফের আতঙ্ক ছড়াচ্ছে কভিড ♦ নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সইসি’ ♦ বাড়ছে আক্রান্তের সংখ্যা ♦ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

ফের আতঙ্ক ছড়াচ্ছে কভিড-১৯। বিশ্বে ছড়িয়ে পড়ছে এর নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সইসি’। শুধু থাইল্যান্ডেই গত সপ্তাহে আক্রান্ত হয় ৫৪ হাজার। দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপ ও আমেরিকায়। এশিয়ার দেশ হংকং, সিঙ্গাপুর, ভারতেও আক্রান্ত হচ্ছে মানুষ। বাংলাদেশেও বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। শরীরে উপসর্গ দেখা দিলেও টেস্ট করছেন না অনেকেই। তবে সংক্রমণ ক্ষমতা আগের ভ্যারিয়েন্টের তুলনায় ১০ গুণ বেশি হলেও প্রাণঘাতী হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিন্স অব সংক্লা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর ড. বিজন কুমার শীল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বাড়তে শুরু করেছে। গত বছরের ডিসেম্বরে জার্মানিতে এ ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হয়। সেখান থেকে ইউরোপ, আমেরিকা, হংকং, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ডে আক্রান্ত হচ্ছে মানুষ। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত থাইল্যান্ডে প্রায় ১ লাখ ৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার। অন্য ভ্যারিয়েন্টে ভাইরাস ফুসফুসে বিস্তার ঘটাত, কিন্তু এ ভ্যারিয়েন্ট শ্বাসনালিতে বংশবিস্তার করতে পারায় সহজেই ছড়িয়ে পড়তে পারে।বিস্তারিত

শীর্ষ সংবাদ স্বাস্থ্য