ভিডিও আপলোডে যে নিয়ম মানতে হবে ইউটিউবারদের, নয়তো বন্ধ হবে উপার্জন

ভিডিও আপলোডে যে নিয়ম মানতে হবে ইউটিউবারদের, নয়তো বন্ধ হবে উপার্জন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে এখন ইউটিউব। শুধু তাই নয়, সারা বিশ্বে এই প্ল্যাটফরম এখন উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। তবে এবার তাদের কাজকর্মে সীমাবদ্ধতা নিয়ে আসতে চলেছে সংস্থাটি।

জানা গেছে, আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে পরিবর্তন আনতে চলেছে।

নতুন এই নিয়মানুযায়ী, ইউটিউবাররা যদি তাদের পুরনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে, তবে সেখান থেকে কোনো আয় করতে পারবেন না।
কেন এই সিদ্ধান্ত

সূত্র জানিয়েছে, ইউটিউবাররা ভালো কাজ করছেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফরমের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নতুন এই নিয়ম আনতে চলেছে সংস্থাটি। মূলত অনেক ইউটিউবার তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন।

 

নিকটতম অতীতে এটাও দেখা গেছে, বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন।

এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফরমের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলতে নতুন এই পদক্ষেপ নিতে চলেছে সংস্থাটি।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ সর্বদা ইউটিউবারদের নিজস্ব বানানো ভিডিও প্ল্যাটফরমটিতে আপলোড করার নির্দেশ দিয়ে এসেছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন হচ্ছে। তাই আগামী ১৫ জুলাই থেকে ইউটিউবে আপলোড করা সব ভিডিও মূল্যায়ন করবে সংস্থাটি।

আর সেই অনুযায়ী নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে।

সূত্র : সংবাদ প্রতিদিন

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ