গত বৃহস্পতিবারের ঘটনা। কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কড়াইবাড়ী গ্রামে মব সৃষ্টি করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই এলাকার সর্বত্র এখন আতঙ্ক। মানুষ ঘরছাড়া। ১ জুলাই চট্টগ্রামের পটিয়ায় মব সৃষ্টি করে থানায় হামলা চালানো হয়। রাজধানীর মহাখালীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভিআইপি কেবিন না পেয়ে হামলা ও ভাঙচুর করেন বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন ও তাঁর সহযোগীরা। লালমনিরহাটের পাটগ্রামে মব সৃষ্টি করে থানায় হামলা চালিয়ে সাজা পাওয়া দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় ওসিসহ আহত হয়েছেন ৩০ জন।
এমন সব ভয়ংকর মব সন্ত্রাস এখন সারা দেশে। এতে মানুষের মধ্যে এখন অজানা আতঙ্ক। মবের নামে পিটিয়ে হত্যা, মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া, লুটপাট, হেনস্তা, পদ থেকে সরিয়ে দেওয়া, জুতার মালা পরিয়ে ঘোরানো, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ ভয়ংকর সব ঘটনা ঘটছে। রাজনীতিবিদ, পুলিশ, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক থেকে শুরু করে চোর-ডাকাত-ছিনতাইকারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ মবের শিকার হচ্ছে। থানাও বাদ পড়ছে না মব সন্ত্রাস থেকে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে টার্গেট করেও ‘মব সন্ত্রাস’ তৈরি করা হচ্ছে।
সরকারের উপদেষ্টারা কয়েক মাস ধরে মব সন্ত্রাস নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন। মাঝেমধ্যে উদ্যোগ দেখা গেলেও কোনোভাবেই মব সন্ত্রাস নিয়ন্ত্রণে আসছে না।বিস্তারিত