অনলাইন ডেস্ক
রাজধানীতে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে বুয়েট ও বকশীবাজার মোড়ের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় জহিরুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জহিরুল হকের বোন সিনথিয়া আক্তার বলেন, এশার নামাজ পড়ে আমার ভাই বুয়েট ও বকশীবাজারের মধ্যখানের রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, জহিরুল হকের ছোট ছেলে মানে আমার ভাতিজা ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আমার ভাই মেডিকেলের দিকেই আসছিলেন। তাদের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার বাবু পাড়া গ্রামে। ভাইয়ের দুই ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।