জুলাই স্মরণে ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

জুলাই স্মরণে ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক

 

জুলাই স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী (১৮ জুলাই) দেশের মোবাইল গ্রাহকদের ১ জিবি বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৯ জুলাই) দেশের সব মোবাইল অপারেটরকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ জারি করেছে বিটিআরসি।

নির্দেশ বলা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন আকাঙ্খা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষ্যে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং গত ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

বিটিআরসি জানায় , “মোবাইল অপারেটরা আগামী ১৮ জুলাই গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দেবে। এছাড়া অপারেটরগুলো গ্রাহকদের ফ্রি ডাটা দেয়ার বিষয়টি এসএমএসের মাধ্যমে আগেই অবহিত করবে।”

এসএমএস সর্ম্পকে বিটিআরসি জানায়, “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।”

অপারেটরদের উক্ত পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে অনুরোধ করেছে বিটিআরসি।

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ