নায়িকাদের অন্য পেশা

নায়িকাদের অন্য পেশা

বাংলাদেশের অনেক নায়িকা বা অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত। কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষকতা, কেউবা ব্যাংক বা বিভিন্ন মাল্টিন্যাশনাল ফার্মে কর্মরত, কেউ ইন্টেরিয়র ফার্ম আর ফ্যাশন হাউস খুলেছেন, কেউ বিউটি পারলার বা বুটিক শপ পরিচালনা করছেন,  আবার কেউবা রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। এ ছাড়াও কিছু নায়িকা বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়ও সক্রিয়ভাবে কাজ করছেন। এমন কিছু তারকাকে নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

বিপাশা হায়াত

মূলত একজন অভিনেত্রী হলেও তিনি চিত্রশিল্পী এবং নাট্যকার হিসেবেও সুপরিচিত। বর্তমানে তিনি অভিনয়ের চেয়ে চিত্রাঙ্কন এবং লেখালেখিতে বেশি মনোযোগ দিচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানে চিত্রশিল্পী হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিকভাবে তাঁর আঁকা ছবির প্রদর্শনীও হয়েছে। বিপাশা হায়াত উপস্থাপিকা হিসেবে সমান জনপ্রিয় ছিলেন।

 

অপি করিম

দেশের টিভি অঙ্গনের দর্শকনন্দিত মডেল ও অভিনেত্রী অপি করিম। তাঁর প্রাণবন্ত হাসি দর্শকদের মন ভরিয়ে দেয়। মঞ্চ, বিজ্ঞাপন কিংবা টিভি নাটক বা চলচ্চিত্র; এমনকি নাচ- সব ক্ষেত্রেই তাঁর সমান পারদর্শিতা। অভিনয় পেশার বাইরে অপি করিম একজন স্থপতি ও শিক্ষিকা। অপি করিমের আরেকটি পরিচয়ের কথা অনেকেই জানেন না। তিনি একসময় ফুটবলও খেলতেন বেশ! যদিও তাঁর এ ফুটবল খেলার প্রতিভা পরিবার-পরিজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।বিস্তারিত

 

বিনোদন শীর্ষ সংবাদ