নিজস্ব প্রতিবেদক
পল্লবী থানা পুলিশ ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলিচালনার ঘটনায় ৩ জনকে গ্রেফ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-মো. নিলয় হোসেন বাপ্পি (২৯), মো. মামুন মোল্লা (৩৩) ও মো. রায়হান (২৮)।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তাকে একাধিকবার ফোনে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
ইবিতে সাংবাদিকদের ওপর হামলা, তিন ছাত্র সংগঠনের প্রতিবাদইবিতে সাংবাদিকদের ওপর হামলা, তিন ছাত্র সংগঠনের প্রতিবাদ
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম নিশ্চিত করেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৫টায় পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানে জামিল নামের এক সন্ত্রাসী ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটিতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা আহত হয়।
৮ কোটি টাকা ফেরত পাবেন ৪৯৭৮ সরকারি হাজি : ধর্ম উপদেষ্টা৮ কোটি টাকা ফেরত পাবেন ৪৯৭৮ সরকারি হাজি : ধর্ম উপদেষ্টা
পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং বাকি সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।