নিজস্ব প্রতিবেদক
প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা করা হলেও এদিন সরকারি ছুটি থাকবে না।
গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা করা হয়।
তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন দিবসে সরকারি ছুটি থাকায় অনেকের মনে প্রশ্ন জেগেছে- ‘জুলাই শহীদ দিবসে’ সরকারি ছুটি থাকবে কি না। ‘জুলাই শহীদ দিবস’কে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করায় এদিন ছুটি থাকবে না। ‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ, যা সরকারিভাবে উদ্যাপিত হয়। তবে ‘ক’ শ্রেণির মতো ততটা জাঁকজমকভাবে নয়।
আরও পড়ুন
১১ জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা
সাধারণত, ‘খ’ শ্রেণির দিবসগুলোতে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করা হয়। এদিন সরকারি প্রতিষ্ঠানগুলোয় ছুটি থাকে না।