সাফ অনূর্ধ্ব-২০ নারী ম্যাচ ভেন্যু বদলিয়ে ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশন।

সাফ অনূর্ধ্ব-২০ নারী ম্যাচ ভেন্যু বদলিয়ে ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশন।

ক্রীড়া ডেস্ক

 

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচ এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল। ম্যাচের প্রথমার্ধ কিংস অ্যারেনা স্টেডিয়ামে হলেও, বৃষ্টিতে মাঠ অনুপযুক্ত হওয়ায় দ্বিতীয়ার্ধ খেলা হয় পাশের অনুশীলন মাঠে। এমন ঘটনা বাংলাদেশ তো বটেই, বিশ্ব ফুটবলেও প্রায় নজিরবিহীন।

মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে।

তবে জয় ছাপিয়ে আলোচনা হয়েছে খেলার অস্বাভাবিক পরিবেশ, ভেন্যু পরিবর্তন এবং টুর্নামেন্ট আয়োজনে শৃঙ্খলার অভাব নিয়ে।

মাঠ পরিবর্তনের নাটকীয়তা

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। গোলটি করেন শান্তি মারডি। তবে টানা বৃষ্টিতে মাঠ ভারী হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধ শুরু করা যায়নি। রেফারি শুরুতে খেলা ৩০ মিনিট পিছিয়ে দেন। এরপর ম্যাচ কমিশনার ও রেফারি মাঠ পরিদর্শন করে খেলা উপযুক্ত মনে না করায় দ্বিতীয় দফায় আরও ৩০ মিনিট স্থগিত করা হয়।

বাইলজ অনুযায়ী, সর্বোচ্চ এক ঘণ্টা অপেক্ষার পর বিষয়টি চলে যায় টুর্নামেন্ট কমিটির হাতে। দুই দলের সম্মতিতে পাশের কিংস অ্যারেনার অনুশীলন মাঠে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দর্শক ও সম্প্রচার সংকট

অনুশীলন মাঠে কোনো গ্যালারি না থাকায় দর্শকরা মাঠের চারপাশে বেড়ার বাইরে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। টিভি সম্প্রচারের ক্যামেরাও দ্রুত স্থানান্তরিত হয়। ফুটবলের মতো কাঠামোবদ্ধ খেলায় এমন পরিবেশ বিরল, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচে।

খেলার ফলাফল ও পারফরম্যান্স

দ্বিতীয়ার্ধ শুরুতেই ভুটান গোল করে খেলায় সমতা ফেরায়। তবে দ্রুতই শান্তি মারডি আবার গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। এরপর আরও দুটি গোল করে বাংলাদেশ ম্যাচ ৪-১ গোলে নিজেদের করে নেয়।

পয়েন্ট টেবিল

তিন ম্যাচ শেষে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে। এই টুর্নামেন্টে চারটি দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। মোট ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

অব্যবস্থাপনায় প্রশ্ন

এক ভেন্যুতে শুরু হয়ে আরেক ভেন্যুতে শেষ— এমন ঘটনা ফুটবলে প্রায় শোনা যায় না। আয়োজক কর্তৃপক্ষের মাঠ ব্যবস্থাপনা ও বিকল্প প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ফুটবল বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে বড় ধরনের টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলতে পারে।

তবে মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে মেয়েরা প্রমাণ করেছে, যে কোনো প্রতিকূলতা জয় করার মানসিকতা তাদের আছে।

খেলাধূলা শীর্ষ সংবাদ