কারফিউয়ের পর গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি

কারফিউয়ের পর গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি

 

অনলাইন ডেস্ক

উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জে কারফিউ শেষে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই নির্দেশনা জারি করেন।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনশৃংখলা ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় জেলার যেকোনো স্থানে সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবাগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিরার রাত ৮টা থেকে জেলায় রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল ছিল। কারফিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হয়, যা চলবে রবিবার রাত ৮টা পর্যন্ত। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ শীর্ষ সংবাদ সারাদেশ