পূর্বনির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছেন প্রধান উপদেষ্টা

পূর্বনির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগামীকাল মঙ্গলবারের পূর্বনির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, প্রধান উপদেষ্টার আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পূর্বনির্ধারিত জাতীয় মৎস সপ্তাহের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠান আগামী বুধবার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে।

এদিকে, এ ঘটনায় আগেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল এ শোক পালন করা হবে।

প্রেস উইং থেকে জানানো হয়, শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। নিহত হয়েছে ১৯ জন।

জাতীয় শীর্ষ সংবাদ