বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্তে এখনো অনড় অবস্থানে ট্রাম্প প্রশাসন। তৃতীয় দফা আলোচনার জন্য বাংলাদেশকে এখনো শিডিউল দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেছেন, ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে যাবে আলোচনার জন্য।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) ঘোষিত বাংলাদেশের জন্য নতুন শুল্ক হার আসছে ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। নতুন এ শুল্ক হারের তালিকায় থাকা অন্য অনেক দেশই নিজেদের মতো করে নেগোসিয়েশন করছে। এমনকি এ তালিকার ১৪টি দেশের মধ্যে জাপান ও কোরিয়াও এ আলোচনায় বেশ এগিয়েছে। তবে বাংলাদেশের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আপাতত এ সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে কমানো হবে বাণিজ্য ঘাটতি। মূল নেগোসিয়েশন হবে নন ডিসক্লোজার চুক্তির মাধ্যমে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকালও এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য সচিব। দেশটির সঙ্গে যেসব চুক্তি করা হবে সেগুলোর খসড়ার ওপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এটি উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন দেওয়া হবে। তার আগে একটি অবস্থানপত্র পাঠানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ইউএসটিআর থেকে তৃতীয় দফায় আলোচনার জন্য শিডিউল দেওয়া হবে। সেই শিডিউল অনুযায়ী ঢাকা থেকে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাবেন।বিস্তারিত