জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

 

বিশেষ সংবাদদাতা

দেশের সব রাজনৈতিক দলের কাছে ‘জুলাই সনদের খসড়া’সোমবারের (২৮ জুলাই) মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত গুরুত্বপূর্ণ সংলাপের শুরুতে এ তথ্য জানান তিনি।

আলী রীয়াজ বলেন, আগামীকালই খসড়া পাঠানো হবে। এরপর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দ্রুত দিনক্ষণ ঠিক করে জাতীয় সনদে স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে।

 

আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যেই সব গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানোই আমাদের লক্ষ্য।

রোববারের সংলাপে রাষ্ট্রপরিচালনার নীতি, নাগরিক অধিকার সম্প্রসারণ ও পুলিশ কমিশন গঠনের বিষয় প্রধান আলোচ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

আলী রীয়াজ জানান, ২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ১০টিতে ইতোমধ্যেই দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে এর মধ্যে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতও রয়েছে। এখনো সাতটি বিষয়ে চূড়ান্ত মতৈক্য হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজই আলোচনা চলছে।

তিনি বলেন, নাগরিক অধিকার সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো নিয়েও রাত ১০টা পর্যন্ত আলোচনা চলবে।

তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কাজ শেষ করতে হবে। এরপরই নির্ধারিত দিনে স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে।

জাতীয় শীর্ষ সংবাদ