জুলাই সনদের জন্য রাষ্ট্র সংস্কারের মৌলিক ইস্যুতে একমত হতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে শেষ মুহূর্তে দেনদরবার চলছে রাজনৈতিক দলগুলোর। মৌলিক বেশ কয়েকটি ইস্যুতে এখনো ঘণ্টার পর ঘণ্টা চলছে সংলাপ। হচ্ছে বিতর্ক, দেখা যাচ্ছে বিভেদ। এর মধ্যেও হাল ছাড়ছে না জাতীয় ঐকমত্য কমিশন। মোটাদাগে ২০টি বিষয়কে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কমিশন। এর মধ্যে ১২টিতে ঐকমত্য হয়েছে বলে জানানো হয়েছে। বাকি আটটি মৌলিক বিষয় নিয়ে চলছে দেনদরবার। চূড়ান্ত জুলাই সনদে স্থান দিতেই এই প্রচেষ্টা। কমিশনের এই প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো।
তারা বলছেন, যে আটটি মৌলিক ইস্যু নিয়ে কমিশন এগোচ্ছে সেগুলোতে একমত হওয়া অনেক কঠিন ব্যাপার। কারণ এসব ইস্যুর সঙ্গে রাজনৈতিক দলগুলোর আদর্শগত বিষয় জড়িত। এখনো ঐকমত্য না হওয়া এই ৮টি বিষয়ের মধ্যে রয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ চারটি প্রতিষ্ঠানের নিয়োগপদ্ধতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, উচ্চকক্ষের নির্বাচনপদ্ধতি ও ক্ষমতা, সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ানো ও নির্বাচনপদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচনপদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ ও রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব।বিস্তারিত