ঐক্য অনৈক্যের জুলাই সনদ

ঐক্য অনৈক্যের জুলাই সনদ

ঐক্য আর অনৈক্যের দোলাচলে দুলছে জাতীয় ঐকমত্য কমিশনের ‘জুলাই সনদ’। প্রথম পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে উত্থাপিত ১৬৬টি প্রস্তাবের মধ্যে প্রথম পর্বের আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক ইস্যুতে একমত হয়েছে, আবার অনেক বিষয়ে হয়নি। কিন্তু প্রথম পর্বের আলোচনার কোনো বিষয়েই সবাই একমত হতে পারেনি। তবে ৬২টি বিষয়ে দলগুলোর ঐকমত্যে পৌঁছেছে।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বিভিন্ন দলের প্রতিনিধির উপস্থিতিতে আলোচনা শেষে ওই সব প্রস্তাবের ওপর সম্মতি প্রকাশ করে। এরআগে কমিশনের পক্ষ থেকে ঐকমত্যে পৌঁছানো ৬২টি বিষয় প্রস্তাব আকারে মোট ৩৮টি দলের কাছে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিনটি দল তাদের মতামত কমিশনকে ফেরত দেয়নি। ৩৫টি দল প্রথম পর্যায়ের আলোচনার মতামত জানিয়েছিল।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ