রাজনীতির ডামাডোলে নীরবে বাড়ছে ডেঙ্গু

রাজনীতির ডামাডোলে নীরবে বাড়ছে ডেঙ্গু

নির্বাচন পদ্ধতি, ভোটের তারিখ এসব নিয়ে সারা দেশে আলোচনার ঝড়। নানা ইস্যুর মধ্যে নীরবে মরণ কামড় বসাচ্ছে ডেঙ্গু। চলতি বছরে ডেঙ্গুজ¦রে প্রাণ হারিয়েছেন ৭৯ জন, আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। জ্বর আসলেই দুশ্চিন্তা বাড়ছে মানুষের। রাজধানী ছাড়িয়ে দেশের অলিগলিতে ডেঙ্গু হানা দিলেও নজর নেই কর্তৃপক্ষের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২৫ বছরে বিশ্বজুড়ে ডেঙ্গুর সংক্রমণ প্রায় ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি কোনো একক কারণের ফল নয়। বিশ্বায়ন, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা ঘনত্ব এই বিস্তারে প্রভাব ফেলেছে। দেশে ডেঙ্গুর বিস্তার এখন শুধু প্রাকৃতিক ঋতু পরিবর্তনের ওপর নির্ভর করে না। মশার জীবনচক্র তাপমাত্রা ও আর্দ্রতার ওপর যেমন নির্ভরশীল, তেমনি জলবায়ু পরিবর্তনের ফলে এই ভেক্টরগুলোর প্রজনন মৌসুমও প্রসারিত হয়েছে। হালকা বৃষ্টিপাত মশার প্রজনন স্থলগুলো পুনরায় সক্রিয় করে এবং প্রাপ্তবয়স্ক মশার আয়ু ও বিস্তার বাড়িয়ে দেয়।

এডিস মশার কামড়ে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হচ্ছে মানুষ। ডেঙ্গুর বিস্তার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য একটি পূর্ণাঙ্গ আবহাওয়াভিত্তিক পূর্বাভাস মডেল গড়ে তোলা আবশ্যক। দেশে ডেঙ্গু সংক্রমণের বিস্তার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনসেক্ট রেয়ারিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টেশন দীর্ঘ ২৬ বছর ধরে কাজ করছে। গবেষণায় দেখা যাচ্ছে, ঢাকাসহ বিভিন্ন শহরে এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।বিস্তারিত

শীর্ষ সংবাদ স্বাস্থ্য