আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৮ জন আফ্রিকান শরণার্থী ও অভিবাসী নিহত হয়েছেন এবং ৭৪ জন নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা।
ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান আবদুসাত্তোর এসোয়েভ অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক নিয়ে নৌকাটি ইয়েমেনের আবইয়ান প্রদেশের কাছে ডুবে যায়।
তিনি বলেন, ‘জাহাজডুবিতে ১২ জন বেঁচে গেছেন। খানফার জেলায় ৫৪ জন শরণার্থী ও অভিবাসীর মৃতদেহ ভেসে এসেছে এবং অন্য ১৪ জনকে অন্য একটি স্থানে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তাদেরকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ইয়েমেনি স্বাস্থ্য কর্তৃপক্ষ আগে জানিয়েছিল যে, ৫৪ জন মারা গেছেন।
জাঞ্জিবারের স্বাস্থ্য অফিসের পরিচালক আব্দুল কাদের বাজামিল বলেছেন, কর্তৃপক্ষ শাকরা শহরের কাছে নিহতদের দাফনের ব্যবস্থা করছে এবং কঠিন পরিস্থিতির মধ্যেও অনুসন্ধানের সুযোগ অব্যাহত রয়েছে।