কাল ভোটের রোডম্যাপ

কাল ভোটের রোডম্যাপ

কালই জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণা দেবেন। এ সময় এক মঞ্চে থাকবেন সব রাজনৈতিক দলের নেতারা। জানা গেছে, লন্ডন বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। অক্টোবরের যে কোনো দিন নির্বাচনি তফসিল ঘোষণা হবে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ ছাড়া রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সূত্র জানায়, ৫ আগস্ট বিকাল ৫টায় মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। ৫ আগস্ট মানিক মিয়া এভিনিউয়ে প্রায় ৫০ লাখ মানুষের সমাগমকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত এবং আগামী নির্বাচনের  কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুরসহ চারটি বিভাগ থেকে বিশেষ ট্রেন সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় আসবে। বিনা টিকিটে যে কেউ ইচ্ছাপোশন করলে এই ট্রেনে চেপে জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন এবং নিজ গন্তব্যে ফিরে যেতে পারবেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং জয়দেবপুরে চলাচল করা কমিউটার ট্রেনগুলোকেও ফ্রি করা হয়েছে। ট্রেনের এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তার জন্য ৭০০-এর বেশি এপিবিএন মোতায়েন করা হয়েছে। জানা যায়, জুলাই ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত হচ্ছিল না। পরে প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় তাঁরা একমত হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে জুলাই সনদ হবে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ