গাজায় উল্টে গেল ত্রাণের ট্রাক, নিহত ২৫

গাজায় উল্টে গেল ত্রাণের ট্রাক, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

 

গাজায় উল্টে গেল ত্রাণের ট্রাক, নিহত ২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়ের ওপর উল্টে পড়েছে একটি ত্রাণবাহী ট্রাক। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার। ইসরায়েলি সেনাদের চাপের মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় চলতে বাধ্য হলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ওয়াফা’। তবে ঘটনাস্থলের নির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। একই দিনে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থানে হামলায় আরও অন্তত ২৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ