চাপ বাড়ছে করদাতাদের ওপর রাজস্ব আদায়ে রেকর্ড লক্ষ্যমাত্রা; অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, অভিমত বিশেষজ্ঞদের

চাপ বাড়ছে করদাতাদের ওপর রাজস্ব আদায়ে রেকর্ড লক্ষ্যমাত্রা; অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, অভিমত বিশেষজ্ঞদের

গত অর্থবছরের (২০২৪-২৫) তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বড় আকারে বাড়ানো হয়েছে। ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৩৫ শতাংশ বেশি রাজস্ব আদায়ের চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে আয়কর খাতের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৪২ দশমিক ৬৩ শতাংশ, যা এনবিআরের ইতিহাসে অন্যতম উচ্চ হার। মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে ৩০ দশমিক ৪৯ শতাংশ এবং কাস্টমস ডিউটিতে ২৯ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে, যেখানে বিগত ২০২৪-২৫ অর্থবছরে সংগৃহীত হয়েছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। নির্ধারিত লক্ষ্য পূরণ করতে এনবিআরের তিনটি প্রধান ইউনিটকে আগের বছরের তুলনায় ২৯ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেশি রাজস্ব আদায় করতে হবে। অথচ গত অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ২৩ শতাংশ, যা ইতিহাসে অন্যতম নিম্ন প্রবৃদ্ধি। গত অর্থবছরের জুন মাসে রাজস্ব আদায়ে লক্ষ্য থেকে ৩৭ দশমিক ৬ শতাংশ ঘাটতি ছিল, যা বছর শেষে ১৯ শতাংশ হ্রাস পায়।

এ প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা করদাতাদের ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করতে পারে। এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের উচ্চ লক্ষ্য বাস্তবায়নযোগ্য নয়।’ তিনি আরও বলেন, ‘কর আদায়ে গতিশীলতা নেই, ব্যবসায়িক পরিবেশ এখনো স্থিতিশীল হয়নি, উৎপাদন ব্যয় বেড়েছে, মুনাফা কমেছে এসব কারণে ব্যবসাগুলোর বাড়তি কর পরিশোধের সক্ষমতা কমে গেছে।’বিস্তারিত

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ