চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মিস কেস-এ ২০৯ জন আসামির মধ্যে আটক রয়েছেন ৮৪ জন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য প্রকাশ করেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর মোট ৪৫০টি অভিযোগ জমা পড়েছে।
৩০ টি মিস কেস এর মধ্যে তদন্ত শেষে ৫টি মামলার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এর মধ্যে তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন একই মামলার আসামি। তাদের মধ্যে আবদুল্লাহ আল মামুন গ্রেফতার, অন্য দুজন পলাতক।
আমলে নেয়া অন্য তিনটি মামলা হলো রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, ঢাকার চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা ও আশুলিয়ায় মৃতপ্রায় একজন ও পাঁচজনের লাশ পোড়ানোর মামলা। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
চব্বিশের জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ১৭ আগস্ট। এই মামলায় এখন পর্যন্ত ৫ জন সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাদের জবানবন্দি দিয়েছেন।বিস্তারিত