উত্তরা মিডিয়া ক্লাবের ”জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা-দোয়া অনুষ্ঠিত

উত্তরা মিডিয়া ক্লাবের ”জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা-দোয়া অনুষ্ঠিত

ঢাকাঃ গতকাল ১২ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ”রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে উত্তরা মিডিয়া ক্লাবের উদ্যোগে ”জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জুলাই বিপ্লবে সকল শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

May be an image of ১৫ people, people smiling and text that says "শম্লিक জুলাই গণঅন্ত্যুস্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণ" গীর্বদ পেবিমার হুলাই বিপ্লবে জুলাইবিপ্লবে বাইাসান কুল অ্যাভ্ কলেজে বিমান বিদ্ধতের অটনায় নিহজলের স্মরণে আঝে शा स््राা- দোয়া 3 সংবর্ধনা ভলা)"

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব মুহাম্মদ ওবায়দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান সেগুন, সিনিয়র যুগ্ম আহবায়ক ঢাকা  (উত্তর) মহানগর বিএনপি।

অনুষ্ঠান উদ্বোধন করেন উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদুল হক ব্যবস্থাপনা পরিচালক আমানা গ্রুপ, জনাব নাসির উদ্দিন, কামাল হোসেন, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের নির্বাহী সভাপতি, শাহ মোহাম্মদ মঈন ও শানা সুলতানা, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক লায়ন আখতারুজ্জামান।

 

May be an image of ৬ people and text that says "জুলাই গণতনত্যুস্থান ও নতুন বাংলাদেশ বিনমাত পর্ষক সোমনার জুলাই বিপ্রবে বিশ্লবে ও মাইলস্টোন স্ুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘরটনায় নিহতদের মরণে দোয়া 35 না )ঢাকা। বালো স ক্ষয়ার রেস্টুরেস ৮, ৮,সেস্টর টা"

 

অনুষ্ঠানকে সফল ও জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে সকল অতিথিকে উপস্থিতি ও সংবর্ধনা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ।

 

No description available.

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম সামসু, প্রিন্সিপাল নুরুন নাহার,  জুয়েল আনান , মঈন আহমেদ, মাহফুজা লিজা, ইস্মত আরা মনি, আহসান হাবীব বাবু, আসাদ বিপ্লব,চপল সরদার, মনসুর মাসুদ, শেখ খোকা আমিন, ক্লাবের নির্বাহী সদস্য- কামাল হোসেন, লাকী জাহান,লাকী বেগম প্রমুখ।

No description available.

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হোসাইন সৈকত সহ-সভাপতি উত্তরা মিডিয়া ক্লাব, শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরা মিডিয়া ক্লাবের অর্থ সম্পাদক, শাকিল আহাদ।
জাতীয় শীর্ষ সংবাদ