রাজধানীর নিউ ইস্কাটনের এসপিআরসি অ্যান্ড নিউরোলজি হাসপাতালের পাশের সরু গলিতে ঢুকলেই আতঙ্কের গন্ধ পাওয়া যায়। মাত্র কয়েক ফুট প্রস্থের সেই রাস্তায় পরপর দুটি ম্যানহোল, যেগুলোর ঢাকনা অনেক দিন ধরে নেই। পথচারীরা জানেন, এখানে পা ফসকালেই জীবন শেষ। কিন্তু গলি তো ব্যবহার করতেই হবে। তাই প্রতিদিনই তারা মৃত্যুফাঁদ টপকে যান, বুকের ভিতর ভয় নিয়ে।
স্থানীয় বাসিন্দা চাকরিজীবী আবদুল হালিমন, প্রতিদিন অফিসে যাতায়াতের সময় এই পথ ব্যবহার করেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এখানে চলাচল মানেই আতঙ্ক। বৃষ্টি হলে পানি জমে সব ঢেকে যায়। তখন বোঝাই যায় না কোথায় রাস্তা আর কোথায় গর্ত। আমাদের বারবার অভিযোগের পরও ঢাকনা লাগানো হয়নি।’
শুধু ইস্কাটন নয়, মগবাজার এলাকার শহীদ তাজউদ্দীন সড়কের ইনসাফ বারাকাহ হাসপাতালের বিপরীতে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পেছনের সড়ক, (এ এইচ এম কামরুজ্জামান সরণি), পুরান ঢাকার ইংলিশ রোড, মিটফোর্ড রোড, বনানী, কাকরাইলসহ অসংখ্য জায়গায় ঢাকনাবিহীন ।ম্যানহোল দেখা গেছে। ঢাকনাবিহীন এসব ম্যানহোলে পথচারীদের সতর্ক করতে লাঠির সঙ্গে লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে।বিস্তারিত