মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্যানেলে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্যানেলে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অনলাইন ডেস্ক

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গুরুতর শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। এই আদেশ আজ হতে কার্যকর হয়েছে এবং তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

স্বতন্ত্র প্যানেলে প্রার্থী হিসেবে মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রাজনীতি শীর্ষ সংবাদ