বিশেষ প্রতিবেদক
রাজধানীর বাজারে পাইকারি দামের সঙ্গে খুচরার দামের বিশাল অস্বাভাবিক পার্থক্য ধরা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। পাইকারিতে বেগুন যেখানে কেজিপ্রতি সর্বোচ্চ ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে খুচরায় তা ১২০ টাকা পর্যন্ত পৌঁছে গেছে।
রোববার (২৪ আগস্ট) গভীর রাতে কারওয়ান বাজারে অভিযানে গিয়ে দেখা যায়, আড়তদাররা কোনো রসিদ দিচ্ছেন না। এ সুযোগে খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে বিক্রি করছেন। রসিদ না দেওয়ার অভিযোগে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়াই দুই দশকের বেশি সময় ধরে ব্যবসা চালিয়ে আসা এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘আড়তদাররা ক্যাশ মেমো না দেওয়ায় খুচরা ব্যবসায়ীরা বলছেন তারা সর্বোচ্চ দামে কিনছেন। এতে ভোক্তাদের ভোগান্তি বাড়ছে। রসিদের স্বচ্ছতা নিশ্চিত করা গেলে খুচরার দাম নিয়ন্ত্রণ করা সম্ভব।’