ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

ঢাবি প্রতিনিধি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথগুলোয় অবস্থান নেবে সেনাবাহিনী। এছাড়া ভোট গণনার সময় কেন্দ্রগুলো ঘিরে রাখবে সেনা সদস্যরা, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি মূল গেটেই সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবেন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল ঘোষণা পর্যন্ত সেনাবাহিনী কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে। মূল উদ্দেশ্য হলো, বাইরের কেউ যেন ভোট গণনার সময় কেন্দ্রে প্রবেশ করতে না পারে।

নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের সাত দিন আগে থেকেই কোনো বহিরাগত হলগুলোতে অবস্থান করতে পারবে না।

এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। প্রার্থীরা পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে প্রচারে অংশ নিতে পারবেন। তবে এ সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া প্রচার চালাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং হলের নিয়ম মেনেই তা করতে হবে বলেও জানান অধ্যাপক জসীম উদ্দিন।

জাতীয় শীর্ষ সংবাদ