আঁকাবাঁকা বাসের জটলা ► প্রতিটি মোড়ই যেন বাসস্ট্যান্ড ► যাত্রীরাও দাঁড়িয়ে থাকেন ► তৈরি হচ্ছে যানজট ► নির্বিকার ট্রাফিক পুলিশ

আঁকাবাঁকা বাসের জটলা ► প্রতিটি মোড়ই যেন বাসস্ট্যান্ড ► যাত্রীরাও দাঁড়িয়ে থাকেন ► তৈরি হচ্ছে যানজট ► নির্বিকার ট্রাফিক পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ সড়ক মোড়ে গাড়ির জটলা। এই মোড়ে বাস দাঁড় করিয়ে যাত্রী তুলতে হাঁকডাক দিচ্ছিলেন অনাবিল, ঠিকানা, বোরাক পরিবহনের কর্মীরা। একই সঙ্গে রয়েছে লেগুনা, অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। প্রতিটি পরিবহন সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে বেধে যায় দীর্ঘ জটলা। সাইনবোর্ড মোড় ঘুরে এ চিত্রই দেখা যায়। স্থানীয়রা বলছেন, এ চিত্র প্রতিদিনেরই। তবে ওই সময় পুলিশকে দেখা না গেলেও মাঝেমধ্যে আসেন তারা।

শুধু সাইনবোর্ডে নয়, একই অবস্থা রামপুরা থেকে ডেমরা সড়ক মোড়েও। মোহাম্মদপুর, মিরপুর, আবদুল্লাহপুর থেকে আসা রমজান, আলিফ, অছিম, আসমানী, রাজধানী পরিবহনগুলো মোড়ে এসে দাঁড়িয়ে থেকে যাত্রী তোলে। যত্রতত্র বাসগুলো রেখে যাত্রী তুলতে হাঁকডাক দেয় কর্মীরা। মোড়েই জটলা শুরু হয়। এর জটলার চাপ রামপুরা-মালিবাগ সড়কে পড়ে। এতেই রামপুরা থেকে মধ্যবাড্ডা পর্যন্ত যানজট বিশৃত হয়। এতেই ভোগান্তিতে পড়েন এ সড়ক ব্যবহারকারী যাত্রীরা। যদিও এই মোড়ে প্রতিনিয়তই পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে তাদের অ্যাক্টিভ দেখা যায় না। পুলিশ সদস্যরা হয় দাঁড়িয়ে থাকে না হয় ছাউনির নিচে বসে থাকে। আর হয় দোকানে চা খেয়ে গল্পে মাতেন তারা।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ