বিমার টাকা পাওয়া কষ্ট

বিমার টাকা পাওয়া কষ্ট

ব্যাংকের পাশাপাশি গত ১৫ বছরের অনিয়মের কারণে দেশের বিমা খাতও ঝুঁকিতে পড়েছে। বিমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকের প্রায় ৭ হাজার কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ করতে পারছে না কোম্পানিগুলো। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর তথ্যানুযায়ী গত ১৪ বছরে জীবন বিমা খাতে ১৩ লাখ গ্রাহকের ৪ হাজার ৪১৪ কোটি টাকার দাবি অনিষ্পন্ন রয়ে গেছে; নন-লাইফ বিমা খাতে অনিষ্পন্ন দাবির পরিমাণ আরও প্রায় ২ হাজার ৬৩৫ কোটি টাকা। গত ১৪ বছরে প্রায় ৫৪ লাখ পলিসি বাতিল হয়েছে। ২০২৪ সাল শেষে জীবন বিমার ক্ষেত্রে ৪৫ শতাংশ এবং নন-লাইফ বিমার ক্ষেত্রে অনিষ্পন্ন দাবির হার দাঁড়িয়েছে প্রায় ৪৭ শতাংশ। ঝুঁকিপূর্ণ এ বিমা খাতের সংস্কারে অধ্যাদেশ ও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

সূত্র জানায়, গ্রাহকদের পাওনা পরিশোধ করতে ব্যর্থ এমন দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির কার্যক্রম নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে একটি পর্যালোচনা সভা করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থাটি বলছে, দেশে বর্তমানে ৮২টি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩২টি বিমা কোম্পানি বিভিন্ন মাত্রায় ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলম জানান, ১৫টি লাইফ ইনস্যুরেন্স উচ্চঝুঁকিতে থাকার পাশাপাশি আরও ১৭টি নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ঝুঁকিতে রয়েছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ