সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে ভোট

সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি); আজ সেটির ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ করা হবে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।

এদিকে গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ এ নিয়ে বৈঠক করেছেন। বেলা ১টায় সিইসির কক্ষ থেকে বেরিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আজ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, ‘এ মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি। হয়তো বৃহস্পতিবার (আজ) আপনাদের আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাব।’ সেটা জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমি আপনাদের এ প্রশ্নের উত্তরটা আগেই দিয়েছি। আমি বলেছি আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাব।’বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ