আন্তর্জাতিক ডেস্ক
চীনে শুরু হয়েছে এসসিও শীর্ষ সম্মেলন।আজ সোমবার দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং এই সম্মেলনের উদ্বোধন করেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতা যোগ দিয়েছেন।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ভুক্ত ১০ দেশের নেতারা লাল গালিচায় দাঁড়িয়ে গ্রুপ ছবি তোলেন। এ সময় লাইভ ফুটেজে দেখা যায়, শি, পুতিন ও মোদি নিজেদের মধ্যে কথা বলছেন।
উদ্বোধনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আঞ্চলিক নেতাদের ঠাণ্ডা যুদ্ধের মানসিকতার বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে বেইজিং যে নিরাপত্তা ব্লক গঠনের চেষ্টা করছে, তাতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শি বলেন, ‘বিশ্ব ক্রমবর্ধমান জটিল এবং জটিল হয়ে উঠছে। তাই সদস্য রাষ্ট্রগুলো কঠিন নিরাপত্তা ও উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।’