বক্স অফিস ও ই-টিকেটিং ব্যবস্থা দাবি আর কত লোকসান গুনবেন প্রযোজক

বক্স অফিস ও ই-টিকেটিং ব্যবস্থা দাবি আর কত লোকসান গুনবেন প্রযোজক

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমা সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে চুটিয়ে ব্যবসা করছে। সিনেমাটির দারুণ এই ব্যবসার পরেও খুশি হতে পারেননি এর প্রযোজক শাহরিন আক্তার সুমি। ছবিটি মুক্তির পর তার দাবি ছিল, সিঙ্গেল স্ক্রিনগুলো টিকিট বিক্রির সঠিক হিসাব দিচ্ছে না তাকে। শুধু তাই নয়, হল মালিকরা রীতিমতো কারচুপি করছেন এক্ষেত্রে। জয়দেবপুরের ‘উল্কা’ সিনেমা হল মালিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে এক বেসরকারি টিভি চ্যানেলের কাছে শাহরিন আক্তার সুমি তখন বলেন, ‘একটা সিনেমা হলে সিট আছে ৪৬০ জনের, অথচ সেখানে ঢোকানো হয়েছে সাড়ে ছয় শর বেশি মানুষকে। আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরাই গুনে দেখেছেন শুধু এসি ক্যাটাগরিতে আছে ৬৭৮ জন, ডিসিতে তো আমরা ঢুকতেই পারিনি। সেলস রিপোর্টে কিন্তু ৪৮০ জনের সংখ্যাই এসেছে, তাহলে বাকি ২৮০-৩০০ জন কোথায় গেল? আমাদের লোকজনকে বের করে দেওয়া হয়েছে সিনেমা হল থেকে, কথাই বলতে দিচ্ছিল না তারা; এরকম ঘটনা অনেক হলেই হচ্ছে।’ এ প্রযোজক আরও বলেছিলেন, হল মালিকরা যদি ভাবেন, ব্যবসার পুরোটা নিজেরা ভোগ করবেন, এটা একদমই ভুল। তারা ২০-৩০ আসনের গরমিল করলে মানা যায়, কিন্তু ২০০-৩০০ আসনের নড়চড় করলে তো মানা যায় না। এটা চুরি। আবার এটা বললেও আমার দোষ। ক্ষমতা দেখায়, নানা কথা বলে। এগুলো ঠিক না হলে তো ইন্ডাস্ট্রির কখনো উন্নতি হবে না। বর্তমান সময়ের সবচেয়ে বেশি দেখা ছবি ‘বরবাদ’ নাকি এখনো প্রায় ৫ লাখ টাকার লোকসানে রয়েছে। এর প্রযোজক এখনো দাবি করছেন অনেক সিনেমা হল মালিক এখনো তাকে তার প্রাপ্য টাকা দিচ্ছেন না।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ