জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গতকাল নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর আগমন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
বিএনপি তাঁকে স্বাগত জানাতে নানা আয়োজন করলেও আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে সর্বাত্মক বিক্ষোভের। নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে ইতোমধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
২১ সেপ্টেম্বর বিকালে ডাইভারসিটি প্লাজায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির আয়োজিত সমাবেশ শেষে আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতিই সংঘাতের সূত্রপাত ঘটায়।
পরস্পরবিরোধী কর্মসূচিতে তটস্থ নিউইয়র্কের পুলিশ বাহিনীসহ বিভিন্ন সংস্থাও। এমন অবস্থা দৃশ্যমান হয় ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের অলিগলিতে। বিএনপি এবং আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীর মধ্যে মারমুখো অবস্থা সামলাতে হিমশিম খায় পুলিশ। তবে নিরাপত্তার ক্ষেত্রে উভয় পক্ষের সিনিয়র নেতাদের মধ্যে অঘোষিত একটি বিষয় অনেকের দৃষ্টি কেড়েছে যে তারা সহিংস হবেন না। নিজ নিজ বক্তব্য-স্লোগানের বাইরে আক্রমণাত্মক কোনো আচরণ না করতেও তাঁরা সচেষ্ট ছিলেন।
ড. ইউনূসের সফর কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি ঘোষণা করেছে। বিমানবন্দর থেকে জাতিসংঘ সদর দপ্তর এবং তাঁর হোটেলের সামনেও কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের প্রস্তুতি চলছে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ড. ইউনূসের ভাষণ দেওয়ার দিন এবং পরদিন টাইমস স্কোয়ার এলাকাতেও বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারা স্লোগান তুলেছেন- ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ।’বিস্তারিত