মেয়রের থাবায় স্বাস্থ্য কেন্দ্র হলো ময়লার ভাগাড়

মেয়রের থাবায় স্বাস্থ্য কেন্দ্র হলো ময়লার ভাগাড়

কর্মকর্তাদের গাফিলতির কারণে জায়গাটি নামজারি করা হয়নি। সেখানে গরিব মানুষদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা অব্যাহত ছিল। নামজারি না হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তৎকালীন মেয়ল সেলিনা আইভী জায়গাটি দখলে নিয়ে নেন

রাজধানী ও তার পাশেই দুটি স্বাস্থ্য কেন্দ্রে থাবা পড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভীর। স্বাস্থ্য কেন্দ্র দুটি হলো- ঢাকা ডেমরার মাতুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দুটিতেই সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর মধ্যে মাতুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে কয়েক দশক ধরে বিনামূল্যে সেবা পেয়ে আসছিলেন ডেমরার বাসিন্দারা। স্বাস্থ্য কেন্দ্রটি জরাজীর্ণ হওয়ার কারণে কয়েক বছর ধরে সেখানে সেবা কার্যক্রম বন্ধ ছিল। এই সুযোগে স্বাস্থ্য কেন্দ্রের আঙিনায় ময়লা রাখার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করে ডিএসসিসি।

অথচ দুস্থ ও অসহায় মানুষ যাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পান, এজন্য ডেমরার সারুলিয়ায় পূর্ব ডগাইর এলাকায় ৪৮ শতাংশ জমি সরকারকে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা রুস্তম আলী। সেই জমিতে ১৯৭৭ সালে স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। প্রয়াত রুস্তম আলীর ছেলে রৌশন বলেন, অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে তার বাবার দান করা স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় ভাগাড় নির্মাণ করেছে ডিএসসিসি। এটি থামাতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু তাপসের সঙ্গে আমরা পারিনি।বিস্তারিত

শীর্ষ সংবাদ স্বাস্থ্য