ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস আবহাওয়া অফিসের

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস আবহাওয়া অফিসের

 

অনলাইন ডেস্ক

 

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। অক্টোবরের শুরুতে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টিপাত কিছুদিন কম থাকতে পারে। আগামী ১ অক্টোবরের দিকে সাগরে আরেকটি লঘুচাপ হতে পারে। তখন আবার বৃষ্টি বাড়তে পারে।’

এদিকে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি শনিবার ভারতের দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী ১ অক্টোবরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পা

জাতীয় পরিবেশ শীর্ষ সংবাদ