তিস্তা নদীর পানি গতকাল থেকে নামতে শুরু করেছে। তবে এখনো বিভিন্ন স্থানে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। কোথাও কোথাও নদী ভাঙনের হুমকিও তৈরি হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নীলফামারী : তিস্তায় পানি নামতে শুরু করেছে। গতকাল সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১২ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। এর আগে রবিবার রাত ১১টায় পানিপ্রবাহ ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি গেট এখনো খুলে রেখেছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি প্রবাহ বাড়তে থাকে। ফলে চরাঞ্চল ও বাম তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ডুবে যায় কৃষকের ফসল, ভেসে যায় পুকুরের মাছ। এখন তিস্তার পানি প্রবাহ কমতে থাকায় নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের আবুল হোসেন ও হুমায়ুন রশিদ বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কমতে শুরু করলে ভাঙন দেখা দিয়ে থাকে। আগের রাতে পানি ঘরবাড়িতে ঢুকেছিল, গতকাল থেকে সে পানি নেমে যেতে শুরু করেছে। এখন ভাঙনের আতঙ্ক তৈরি হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, গত রবিবার সন্ধ্যা থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। রাত ১১টায় পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সকালে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। আর পানি বাড়ার সম্ভাবনা নেই। নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে।বিস্তারিত