অনলাইন ডেস্ক
রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও দুটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় নাফিস আজিজ সিদ্দিক (৩৩) নামের ওই যুবককে প্রথমে ফরায়েজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের লোকজন তাকে রাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
হাসপাতালে আহত নাফিসের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের বাসা খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। বাসাবো এলাকায় নাফিসের এক সহকর্মীর বাবা মারা যায়। রাতে বাসাবো এলাকায় যায় নাফিস। সেখান থেকে তার আরেক সহকর্মীকে নামিয়ে দিতে মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ি এলাকায় যায় নাফিস। সেখান থেকে বাসায় ফিরছিল।
তিনি আরও বলেন, খিলগাঁও তিতাস রোডে আসলে তিনজন ছিনতাইকারী নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে। নাফিসের মোটরসাইকেল নিয়ে নেয়। এসময় তার হাতে থাকা মোবাইল ফোন নিতে গেলে বাধা দেয় নাফিস। পরে তার বাম পায়ের রানে এক রাউন্ড গুলি করে। তার মোটরসাইকেল ও দুটি ফোন নিয়ে যায়। পরে তার চিৎকারে পাশের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে ফরায়েজী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে নাফিসকে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। তার বাম পায়ের রানে গুলিবিদ্ধ ছিল। রাতেই চিকিৎসকরা অস্ত্রপচার করে গুলি বের করে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।