খানাখন্দে ভরা সড়ক রাজধানীতে অধিকাংশই ব্যবহার অনুপযোগী

খানাখন্দে ভরা সড়ক রাজধানীতে অধিকাংশই ব্যবহার অনুপযোগী

রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টার থেকে মানিকনগর বাজার সড়কটি প্রায় ব্যবহার অনুপযোগী। পুরো সড়কে অসংখ্য খানাখন্দ। এর মধ্যে ধলপুর কমিউনিটি থেকে সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কজুড়ে অসংখ্য ছোট বড় গর্ত। এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব গর্তে রিকশা উল্টে যাওয়ার ঘটনা অহরহ। আর সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয় থেকে মানিকনগর বাজার পর্যন্ত সড়কটির এক পাশজুড়ে কেটে রাখা হয়েছে। অন্য পাশেও রয়েছে অসংখ্য গর্ত। গাড়ি চলাচলও অনুপযোগী। একটু বৃষ্টি হলে হেঁটে চলাচলও দায়। গত এক বছর থেকে খানাখন্দ সৃষ্টি হচ্ছে। চলাচলে দুর্বিষহ জীবন কাটালেও সিটি করপোরেশন কোনো খেয়ালই করছে না বলে অভিযোগ স্থানীয়দের।

মানিকনগরের বাসিন্দা ইসমাইল হোসেন সায়েদাবাদে একটি পরিবহনের টিকিট বিক্রেতা হিসেবে চাকরি করেন। তিনি অভিযোগ করে বলেন, গত এক বছর ধলপুর কমিউনিটি সেন্টার থেকে মানিকনগর বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। আগে রিকশা দিয়ে চলাচল করতাম। এখন বাধ্য হয়ে হেঁটে চলাচল করতে হয়। কারণ বড় বড় গর্ত থাকায় রিকশা দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। একই অবস্থা হাতিরঝিল থেকে কুনিপাড়া সড়কটি। বিশেষ করে চীনা ফ্যাক্টরি মোড় থেকে তেজগাঁও প্রধান সড়ক পর্যন্ত অসংখ্য ছোট বড় গর্ত রয়েছে। বিএসটিআই অফিসের সামনের সড়কটিতে রয়েছে কয়েকটি বড় বড় গর্ত। সড়কটিতে চলাচল করা গাড়ি প্রায়ই গর্তে পড়ে আটকে যাচ্ছে। রিকশা গর্তে পড়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। একই অবস্থা বিটাক রোড ও বেগুনবাড়ী সড়কের।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ