যুগপৎ আন্দোলনের বেশ কয়েকটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির কাছে আসন ছাড় চেয়ে তালিকা হস্তান্তর করেছে। যে কটি দল তালিকা দিয়েছে, তা এক করলে ২ শতাধিক আসনে দাঁড়ায়। এর বাইরে আরও কিছু দল রয়েছে যেগুলো এখনো কৌশলগত কারণে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই জোট করে ভোট করবে। এসব দল বিএনপির কাছে আসন ছাড়ের তালিকা পাঠালে দেখা যাবে এই তালিকা তিন শতাধিক হবে। ফলে বিএনপির কিছুই থাকছে না।
বিএনপি ও সমমনাদের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে কোন দল ও জোটকে বিএনপি কত আসন ছেড়ে দেবে। সমমনারা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসন চাইলে না-ও পেতে পারেন। বিএনপি সমমনাদের জন্য সর্বোচ্চ ৫০টি আসন ছাড় দিতে চায়। এতে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখছেন নেতারা। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৮ আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে ২২ আসন ও অন্যদের ৩৬ আসন ছাড় দেয় দলটি।
এ প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে, সেটা আলোচনা ও বিবেচনার বিষয়। আমরা এমন আসনেই শরিকদের প্রার্থী দেব, যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে।’বিস্তারিত