আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাজপথ ছেড়েছেন। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা আদায়ে গতকাল প্রায় আড়াই ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান শেষে বিকাল পৌনে ৫টায় অবরোধ তুলে মিছিল নিয়ে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। এর আগে বেলা আড়াইটার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী তাঁরা শাহবাগ ব্লকেড বা সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর ব্যস্ততম শাহবাগ চৌরাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশসহ রাজধানীজুড়ে ব্যাপক যানজট দেখা দেয়। প্রায় স্থবির হয়ে পড়ে রাজধানী। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, সরকার তাঁদের দাবি মেনে না নিলে বৃহস্পতিবার (আজ) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করবেন। সরেজমিন দেখা যায়, গতকাল বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষক-কর্মচারীরা। সেখানে তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতারা। বেলা ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তাঁরা শাহবাগের উদ্দেশে রওনা হন। পুলিশ ব্যারিকেড দিলে তা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। কয়েক হাজার শিক্ষক-কর্মচারীর অবস্থানের কারণে শাহবাগের আশপাশে সব গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মিরপুর রোড, ফার্মগেট, কারওয়ান বাজার, প্রেস ক্লাব, পল্টনসহ যানজট ছড়িয়ে যায় রাজধানীজুড়ে।বিস্তারিত