ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর ♦ উপস্থিত ছিল বিএনপি জামায়াতসহ ২৫ দল ♦ অংশ নেয়নি এনসিপিসহ পাঁচ দল

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর ♦ উপস্থিত ছিল বিএনপি জামায়াতসহ ২৫ দল ♦ অংশ নেয়নি এনসিপিসহ পাঁচ দল

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। সংলাপে থাকা ৩০টি দল ও জোটের মধ্যে বিএনপি, জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা সনদে স্বাক্ষর করেছেন। মতভিন্নতার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি। সনদে ৭ দফা অঙ্গীকারনামা রয়েছে। এর মধ্যে পঞ্চম দফাটি সংশোধন করা হয় সনদ স্বাক্ষরের কয়েক ঘণ্টা আগে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গতকাল বিকাল ৪টা ২৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই কুচকাওয়াজের মধ্য দিয়ে মঞ্চে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস ও কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। অনুষ্ঠানে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংবাদপত্র প্রতিষ্ঠানের নেতা, আইনজীবী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা এবং বিভিন্ন দেশের দূতাবাস থেকে আসা বিশেষ অতিথিরা। এ ছাড়াও শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ