অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। এতে ৪০ জন নিহত ও আহত হয়েছে আরও অন্তত ১৭৯ জন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগার বরাত দিয়ে প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত ও আহত সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু।
হামলার শিকার এবং আহত হাজি বাহরাম নামে এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, ‘আমি ইতিহাসে কখনো এমন অবিচার দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম দাবি করে তারা এখানে নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপর হামলা করল!’
বিমানবাহিনীর অভিযানের পাশাপাশি স্পিন বোলদাক শহরের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাকে একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে পাকিস্তানি স্থলবাহিনী। এতে বেশ কিছু বাড়িঘর, দোকান ধ্বংস হয়ে গেছে। হতাহতও হয়েছে অনেকে।বিস্তারিত