ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে (পণ্য রাখার স্থান) গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বেলা আনুমানিক আড়াইটায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী ও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন। এতে ব্যবহার করা হয় টিটিএল এবং রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট। হ্যাঙ্গার থেকে সরিয়ে নেওয়া হয় বেশ কয়েকটি উড়োজাহাজ।
আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল শহরের শেষ মাথা থেকেও। আগুন নেভাতে গিয়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এদের মধ্যে আনসার, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দর এলাকায়। চরম বিড়ম্বনার শিকার হতে হয় যাত্রীসাধারণকে। নিকুঞ্জ সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাত ৮টা ৪০ মিনিটে আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।বিস্তারিত