জন্মদিনের আগেই প্রথম উদযাপন: মেকআপ আর্টিস্ট অর্কর সারপ্রাইজে আবেগপ্রবণ পরীমণি

জন্মদিনের আগেই প্রথম উদযাপন: মেকআপ আর্টিস্ট অর্কর সারপ্রাইজে আবেগপ্রবণ পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই জন্মদিনে আয়োজন করেন বর্ণাঢ্য অনুষ্ঠানের। তবে চলতি বছর তিনি দেশের বাইরে অবস্থান করবেন বলে জন্মদিনের (২৪ অক্টোবর) কয়েক দিন আগেই শুরু হয়েছে তার ব্যক্তিগত উদযাপন।

শনিবার রাতে মেকআপ আর্টিস্ট অর্ক পরীমণিকে সারপ্রাইজ জন্মদিন উদযাপন আয়োজন করেন। এই ঘরোয়া আয়োজনের ছবি ও অনুভূতি তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে উঠে এসেছে দুজনের ব্যক্তিগত সম্পর্কের স্নেহপূর্ণ রূপরেখা।

পরীমণি লেখেন, “২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।”

তিনি আরও জানান, অর্কর সঙ্গে তার পরিচয় কাজের সূত্রে হলেও, এখন তা শুধুমাত্র পেশাদার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। পরীমণির ভাষায়, “অর্কর সাথে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি, ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝেমধ্যে খাবারদাবার আদানপ্রদান হয় আমাদের।”

পরীমণি জানান, অর্ককে তিনি ছোট ভাইয়ের মতো দেখেন। সময়ের সাথে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও আন্তরিক হয়ে উঠেছে। তিনি লেখেন, “দিন দিন ও খুব আহ্লাদি হয়ে যায় আমার কাছে। ভাইয়ের মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!”

এ আয়োজনের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ‍্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।”

পরীমণির এই পোস্ট দ্রুতই ছড়িয়ে পড়ে তার ভক্তদের মধ্যে। অনেকেই তার আবেগঘন বার্তা ও অর্কের প্রতি শ্রদ্ধা-ভালোবাসায় প্রশংসা জানান। ঘরোয়া এই আয়োজনের ছবিতে দেখা যায় একটি কেক, কিছু সাজসজ্জা এবং পরীমণির উচ্ছ্বসিত হাসি।

সামাজিক মাধ্যমে পরীমণির সরব উপস্থিতি এবং ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি ভাগ করে নেওয়ার প্রবণতা আগেও লক্ষ করা গেছে। তবে এ ধরনের আন্তরিক মুহূর্ত সাধারণত তার অনুসারীদের সঙ্গে এক ভিন্ন ধরণের সম্পর্ক গড়ে তোলে, যেখানে তারা শুধু একজন তারকাকে নয়, একজন মানুষকেও দেখতে পান।

পরীমণি সাম্প্রতিক বছরগুলোতে শুধু বড় পর্দায় নয়, ব্যক্তিগত জীবন এবং সামাজিক ইস্যু নিয়েও আলোচনার কেন্দ্রে থেকেছেন। এবার তার জন্মদিনকে ঘিরে এমন আবেগঘন উদযাপন এবং অর্কের মতো একজন সহকর্মীর আন্তরিকতায় অনেকেই মানবিক সম্পর্কের সৌন্দর্য খুঁজে পেয়েছেন।

পরীমণির এবারের জন্মদিনের শুরু হয়েছে এক ঘরোয়া কিন্তু আন্তরিক আয়োজনে, যেখানে পেশাগত সম্পর্ক ছাড়িয়ে ব্যক্তিগত স্নেহ ও আত্মীয়তার ছাপ স্পষ্ট। এই উদযাপন শুধু একজন তারকার জন্মদিন নয়, বরং কর্মক্ষেত্রের বাইরেও গড়ে ওঠা সম্পর্কের মূল্য ও ভালোবাসার প্রতিফলন।

বিনোদন শীর্ষ সংবাদ