রুশ বিমান হামলায় বিদ্যুৎবিহীন চেরনিহিভ প্রদেশ, জরুরি পরিষেবায় তৎপরতা জোরদার

রুশ বিমান হামলায় বিদ্যুৎবিহীন চেরনিহিভ প্রদেশ, জরুরি পরিষেবায় তৎপরতা জোরদার

রাশিয়ার বিমান হামলার ফলে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স। হামলার লক্ষ্য ছিল চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহকারী চেরোনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, রুশ বাহিনীর বিমান হামলায় ইউক্রেনের চেরনিহিভ প্রদেশের বিদ্যুৎ সরবরাহ স্থগিত হয়েছে। ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহকারী চেরোনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। কেন্দ্রটি চেরনিহিভ প্রদেশের ‘চেরনিহিভোব্লেনর্গো’ কোম্পানির অধীনে বিদ্যুৎ সরবরাহের কাজ পরিচালনা করে থাকে।

চেরনিহিভোব্লেনর্গোর এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এবং এতে কেন্দ্রটি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। তবে কোম্পানি বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

চেরনিহিভ প্রদেশের পশ্চিমে অবস্থিত স্লাভুতিচ শহরের মেয়র ইউরি ফোমিচেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সোমবারের হামলার পর থেকে শহরে বিদ্যুৎ নেই।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা সমূহে জরুরি পরিষেবা বিভাগ রিজার্ভ বিদ্যুৎ ব্যবহার করে পানির সরবরাহ সচল রাখার চেষ্টা করছে। বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের জন্য জরুরি কর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার যুদ্ধে উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। শীতকাল আসার আগে এসব অবকাঠামোর ওপর আক্রমণ ইউক্রেনের জনজীবনে গুরুতর প্রভাব ফেলে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার এক বার্তায় জানান, আসন্ন শীতকালে জনগণের দুর্ভোগ লাঘব করতে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে ২০০ কোটি ডলারের তরল গ্যাস আমদানি করছে ইউক্রেন।

রয়টার্সের পক্ষ থেকে হামলার ব্যাপারে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

রাশিয়ার বিমান হামলায় চেরনিহিভের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জরুরি পরিষেবা ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শীত আসার আগে অবকাঠামোতে হামলা নতুন সংকট তৈরি করেছে, যা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভরশীলতা আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ