বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসী করদাতারা মোবাইল ফোনের পরিবর্তে ই-মেইলের মাধ্যমে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণ করে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই তথ্য জানানো হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, সাধারণত ই-রিটার্ন পোর্টালে নিবন্ধনের সময় করদাতার বায়োমেট্রিক নিবন্ধিত বাংলাদেশের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়। তবে, বিদেশে অবস্থানরত অনেক করদাতা এই পদ্ধতির কারণে ই-রিটার্ন দাখিল করতে সমস্যা অনুভব করছিলেন। তাদের সমস্যার সমাধানে, এখন থেকে বিদেশে থাকা করদাতারা তাদের নিজস্ব ই-মেইল ঠিকানায় ওটিপি পাবেন।
এনবিআর জানিয়েছে, বিদেশে থাকা করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল ঠিকানা এবং ছবি সংযুক্ত করে ereturn@etaxnbr.gov.bd