ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নির্বাচন, তবে এখন নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিটি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ডিইউজে নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হলো। নির্বাচনের নতুন তারিখ অবিলম্বে ঘোষণা করা হবে।”
নির্বাচন স্থগিত হওয়ার পর সকল পক্ষকে সহানুভূতির সাথে সহযোগিতা করতে আহ্বান জানানো হয়েছে।


